- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
আবু মোতালেব হোসেন,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে ১৩ বছরের মেয়ের সাথে ২০ বছরের ছেলের বিয়ে থামালেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
বৃহস্পতিবার (২০ জুন) রাতে শহরের ক্যান্টবাজার সংলগ্ন সৈয়দপুর সেনানিবাসের গ্যারিসন অডিটরিয়ামে এ ঘটনায় বর ও কনের পিতাকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
জানা যায়, সৈয়দপুর পৌরসভার সাহেব পাড়ার ওয়াজেদ আলীর ছেলে ইমরানের (২০) সাথে একই এলাকার হাতিখানা উর্দূভাষী ক্যাম্পের ইরফানের মেয়ে স্থানীয় প্রজাপতি স্কুলের ছাত্রী সাবিয়ার (১৩) বিয়ে প্রায় ৬ মাস আগেই সম্পন্ন হয়।
ঘটনার দিন সেনানিবাসের গ্যারিসন অডিটরিয়ামে এই দম্পতির বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার পরিমল কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছেলে ও মেয়ের বয়স প্রমানের জন্য কাগজপত্র দেখতে চান।
এতে উভয় পক্ষই তেমন কোন প্রমান উপস্থিত করতে পারেননি। এ অবস্থায় বর কনেসহ সকলকে এসিল্যান্ড এর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালতে বর ও কনের পিতাকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ ঘটনায় মেয়ে ও ছেলে কে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।