- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
দুর্গাুর(নেত্রকোনা)প্রতিনিধি
সারা দেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্ভোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ৮ঘটিকায় এ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভার) ডাঃ এএসএম তানজিরুল ইসলাম। ‘ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার প্রায় ৭৭টি সেন্টারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের চালু করা হয়। ডা. তানজিরুল ইসলাম বলেন, ৬ মাস থেকে ৫ বছরের শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এর মধ্যে সকল শিশুদের ২টি করে নীল ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া বেশ কয়েকটি ভাম্যমান কেন্দ্রেও খায়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, র্পৌর প্রোকৌশলী মো. নওশাদ আলম, হাসপাতাল কর্মকর্তা লিন্টু সরকার, রবীন্দ্র সরকার, সুব্রত চক্রবর্তী প্রমুখ।