নীলফামারীতে অবহিতকরণ সভা

0

আবু মোতালেব হোসেন,নীলফামারী প্রতিনিধিঃ

নারীদের ব্যাপারে পুরুষদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন হলে কাঙ্খিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

রবিবার (২৩ জুন) দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ হলরুমে “জন উদ্যোগের মাধ্যমে নারী-পুরুষ সমতা” বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভায় এসব কথা বলেন বক্তারা।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজাউদ্দৌলা।

উদয়ঙ্কুর সেবা সংস্থা ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী ও মশিউর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সরওয়ার মানিক এসময় বক্তব্য রাখেন।

মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় উদয়ঙ্কুর সেবা সংস্থা ইউএসএস আয়োজিত অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, ঈমাম, পুরোহিত, সাংবাদিক ও সুশীল সমাজের অর্ধ শতাধীক প্রতিনিধির উপস্থিত ছিলেন।

Leave A Reply