দুর্গাপুরে গত ৫ দিনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ১২

0

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পবিত্র ঈদে ঘরমুখো মানুষদের চলাফেরা করতে গিয়ে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন কমপক্ষে ১২ জন।

এ নিয়ে শনিবার দুপুরে দুর্গাপুর হাসপাতালে খোজ নিয়ে জানাগেছে, গতকাল চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সেলিম ২টি সিএনজির মুখোমুখি সংঘর্ষের কবলে পরে মারাত্বক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। বিরিশিরি বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মহিলা সহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন মোবারক (১৮), রাকিব (১৫), তাসলিমা (২৫), এমদাদুল হক (২৫), রাজিব (১৭), জরিনা খাতুন (৩১), রামিম (১৭) ও মতিউর হোসেন (৩০) এর অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেলে প্রেরন করা হয়। এদিকে শনিবার দুপুরে আরো দুইটি পৃথক দুর্ঘটনায় তিন জন আহত হলে এদের এক জন কে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারঃ) ডাঃ এএসএম তানজিরুল ইসলাম বলেন, হাসপাতালে ডাক্তার সল্পতার কারনে দুর্ঘটনায় কবলিত রোগীদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা উপায় নাই।

Leave A Reply