দুর্গাপুরে কাজ বন্ধের নির্দেশ থাকলেও চুপিসারেই চলছে নির্মান কাজ

0

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ফটকসহ চারপাশের সীমানা প্রাচীর ও এ¤ু^লেন্সসেড এর ঘর নির্মানে ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে জানাগেছে, পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের দরপত্রের মাধ্যমেই প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতাল কমপ্লেক্সের ভিতরে এম্বুলেন্স সেড ও মুল ফটক সহ সীমান প্রাচীর নির্মানের জন্য মেসার্স মেহেদী এন্টার প্রাইজকে কাজের অনুমতিপত্র দেয়া হয়। এ কাজে ব্যপক অনিয়মের কথা চলতে থাকলে গত ২৮মে পৌর মেয়র হাজ¦ী মাওলানা আব্দুস সালাম, টিএইচও (ভার) ডাঃ তানজিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, প্যানেল মেয়র আকরাম খান সহ এলাকাবাসীকে নিয়ে আকস্মিক নির্মান কাজ পরিদর্শন করতে গেলে এসব অনিয়মের দৃশ্য দেখে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত নির্মান কাজ কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেন পৌর মেয়র হাজ¦ী মাওলানা আব্দুস সালাম। ঐ দিন নির্মান কাজ সাময়িক বন্ধ রাখলেও পরদিন থেকেই অদৃশ্য নির্দেশে চলমান রয়েছে নির্মান কাজ। এ ব্যাপারে টিএইচও (ভার) ডাঃ তানজিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি এবং আমার উদ্ধতন কর্তৃপক্ষকে সাথে সাথেই জানিয়েছি। সাবেক উপজেলা চেয়ারম্যান বলেন, ঈদের বন্ধের সুযোগে চুড়ি করে কাজ চালিয়ে যাচ্ছে, দুর্গাপুরের উন্নয়নে কাউকে ছাড় দেয়া হবে না। কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Leave A Reply