ধনবাড়ীতে নদী খননের কাজে অনিয়মের অভিযোগ/দেখার যেন কেউ নেই

0

ধনবাড়ী (টাংগাইল) প্রতিনিধি

বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নের লক্ষে,সারা দেশের ভরাট হয়ে যাওয়া জলাশয় খননের কাজ চলছে,নদীর নাব্যতা ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রীর এই নিরলস প্রচেষ্টা কিছু অসাধু ঠিকাদার সাব ঠিকাদারদের জন্য যথাযথ হচ্ছে না, সমতল নদীর তলা থেকে ৭ ফুট গর্ত করার কথা থাকলেও এখানে করা হচ্ছে ৪.৫০ ফুট।

ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলহকুড়া গ্রামের বুক চিরে বয়ে যাওয়া বংশাই নদীতে চলছে নদী খননের কাজ।

নদীর কিনারায় নিচের মাটি উঠিয়ে দুই ফুট ভরাট করে যাচ্ছে,যা একেবারেই নিয়ম বহির্ভূত,শুধুমাত্র উপর থেকে নিচ পর্যন্ত ফুটের সংখ্যা বাড়াতেই এই পুকুর চুরি,এসব দেখে একজন সাধারণ মানুষের মনের মাঝেও প্রশ্ন জাগে,জনগণের টাকায় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার এই নদী খনন প্রকল্পে কেন এত পুকুরচুরি।

বিষয় টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড জামালপুর শাখায় যোগাযোগ করলে সে বলে আমি এই বিষয় জেনে এর আগেও বলে এসেছি,যেহেতু কথা শুনছে না সেহেতু আমি না আসা পর্যন্ত কাজ টি আপনারা এলাকাবাসী বন্ধ করে রাখেন,

এই বিষয় নিয়ে সাব ঠিকাদার কে বলতে গেলে সে উল্টো পাওয়ায় দেখিয়ে বলে,যেভাবে খনন করা হচ্ছে এভাবেই করবো।

বিষয়টি নিয়ে সামািজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলেও প্রশাসনের নজরে না আসায় স্থানীয় মানুষের খুব।

Leave A Reply