ভর্তি র প্রলোভনে ছাত্র/ছাত্রী উত্তরা আইডিয়াল কলেজে?

0

 বিদ্যুৎ আহমেদ মিয়াঃ

এর ধারাবাহিক পর্ব ১ উত্তরা আইডিয়াল আবাসিক কলেজ এর পরিচালক সাংবাদিকদের দেখাতে পারে নাই বৈধ কনো কাগজ পত্র। পরে ১ সাপ্তাহ সময় চেয়ে নিয়েও ব্যর্থ পরিচালক সহ শিক্ষক মন্ডলীরাও  কলেজটিতে নেই কনো অাগুন নিভানোর ব্যবস্হা। এ প্রতিষ্ঠানে শিক্ষার মান নিয়ে  জনমনে প্রশ্ন উঠেছে । ফুসে উঠেছে অবিভাবক মহল। যার ফলোশ্রুতিতে ভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থী ভর্তির জোড় চেষ্টা প্রলোভন দেখিয়ে করছে। প্রলোভনে পিছিয়ে নেই উত্তরা আইডিয়াল কলেজের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা  , কক্সজার ভ্রমনের ব্যানার গেটে ঝুলিয়ে প্রলোভন দেখিয়ে ভর্তি বানিজ্য করছে, অনুসন্ধান চলাকালিন সময় প্রিন্সিপাল ছিলেন  না। উল্লেখিত কলেজ  সাপাই গাইলেন পরিচালক । অনুসন্ধান ও সূত্রে জানাগেছে, পরিচালক  বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত রয়েছে। শিক্ষা জাতির মেরুদন্ড, আর এ মেরুদন্ড নষ্ট করছে কিছু অযোগ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘুমিয়ে থাকার কারনে হাজার শিক্ষার্থীদের জীবন ধ্বংস হচ্ছে। বর্তমান সরকার শিক্ষা অনুরাগি সরকার কবে বন্ধ হবে শিক্ষা নামের অবৈধ প্রতিষ্ঠান জানা নেই। এ সমস্ত ভূঁইফোড় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ফিরে পাবে শিক্ষার আলো। ছাত্র / ছাত্রী পাবে সঠিক শিক্ষা। এ সমস্ত ভূঁইফোড় অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠিন শাস্তি না হওয়ায় বার বার রেহায় পেয়ে যাওয়ার কারনে বন্ধ হচ্ছেনা অযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো।।

Leave A Reply