বান্দরবানে বিড়ির মূল্য বৃদ্ধি না করার দাবীতে বিড়ি ধুমপায়ীদের মানববন্ধন

0
বান্দরবান প্রতিনিধিঃ
বিড়ির মূল্য বৃদ্ধি না করার দাবী জানিয়ে বিড়ি ধুমপায়ী শ্রমিকরা বান্দরবান মানববন্ধন করেছে। আজ সোমবার বান্দরবান-৩০০ আসনের  সাংসদ  সদস্য জনাব বীর বাহাদুর  বাড়ির সামনে বিকাল ৩টা থেকে ঘন্টাব্যপী কর্মসূচির আয়োজন করে।

 বান্দরবানে বিড়ি ভোক্তা পক্ষ নামক সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শত শ্রমিক অংশ নেই। শ্রমিকরা জানান, তারা খেটে খাওয়া শ্রমিক। দিন এনে দিন খায়। বিড়ির মূল্য বৃদ্ধি করলে তাদের আর্থিক সমস্যা হবে। এ সময় তারা বিড়ির মূল্য বৃদ্ধি করে এ শিল্পকে ধংস না করে এটাকে কুটির শিল্প হিসেবে ঘোষণা দেয়ারও দাবী জানান।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিড়ি ভোক্তা সমিতির সভাপতি এস এম মোস্তাকিন জনি, বান্দরবান জেলা সমন্বয়কারী মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেমং মার্মা প্রমুখ। বক্তারা ভারতের ্নায় বাংলাদেশে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করার দাবী জানান।
Leave A Reply