মতলব দক্ষিণে মাদ্রাসার দাখিল পরীক্ষায় ফলাফল অসন্তোষজনক  ॥ পাশের হার ৭৫.৬৩

0
স্বাধীন বাংলা নিউজ টিভি, রিপোর্টার মোঃতপছিল হাছানঃ
মতলব দক্ষিণ উপজেলায় এবারের দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৬শত ২৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৪শত ৭৫জন, ফেল করেছে ১শত ৫৩জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১জন, পাসের হার ৭৫.৬৩%। মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৫৯জন, পাশ করেছে ৫৬জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন, পাশের হার- ৯৪.৯১%, ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৭৯জন, পাশ করেছে ৫০জন, পাশের হার- ৬৩.২৯%, নন্দীখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৩৪জন, পাশ করেছে ১৬জন, পাশের হার- ৪৭.০৫%, নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৪৭জন, পাশ করেছে ৪৪জন, পাশের হার- ৯৩.৬১%, কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৪৩জন, পাশ করেছে ৩০জন, পাশের হার- ৬৯.৭৬%, খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৫৬জন, পাশ করেছে ৫২জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাশের হার- ৯২.৮৫%, কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৩২জন, পাশ করেছে ২৬জন, পাশের হার- ৮১.২৫%, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৫৭জন, পাশ করেছে ৪৪জন, পাশের হার- ৭৭.১৯%, কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৫১জন, পাশ করেছে ৪০জন, পাশের হার- ৭৮.৪৩%, দক্ষিণ করবন্ধ আল আমিন দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৩২জন, পাশ করেছে ২৭জন, পাশের হার- ৮৪.৩৭%, ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ২০জন, পাশ করেছে ১৯জন, পাশের হার- ৯৫.০০%, দিঘলদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ১৬জন, পাশ করেছে ১৫জন, পাশের হার- ৯৩.৭৫%, পূর্ব ধলাইতলী এজেআইডি মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ২৮জন, পাশ করেছে ২৮জন, পাশের হার- ১০০%, বদরপুর ওএস দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৫৬জন, পাশ করেছে ২০জন, পাশের হার- ৩৫.৭১%, নাগদা সূফি আহম্মেদ মহিলা দাখিল মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ১জন, পাশ করেছে ১জন, পাশের হার- ১০০%, রসুলপুল আননিসা দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ১৭জন, পাশ করেছে ৭জন, পাশের হার- ৪১.১৭% চাঁদপুর মতলব।
Leave A Reply