গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৫

0

 

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ে প্রায় ২শতাধিক কাঁচা বাড়ী-ঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে পড়েছে গাছপালা। ক্ষতিগ্রস্থ হয়েছে আম, কাঁঠাল, লিচু সহ উঠতি বোরো ধানের জমি। মঙ্গলবার রাত্রি সাড়ে ৮টার সময় প্রচন্ড ঝড়ো বাতাস ও শীলাবৃষ্টি শুরু হয়। এসময় গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বামনকুঁড়ি, কৈপাড়া, দিকদাইড়, মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই ও শালমারা ইউনিয়নের উলিপুর গ্রামের বাড়ি ঘর ও ফসলের জমি ক্ষয়ক্ষতি হয়। শুধুমাত্র ফুলবাড়ি ইউনিয়নেই প্রায় শতাধিক বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। মানুষ বাড়ি ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও প্রশাসনের কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা জনগণকে পুণ:বাসনের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ^াস দেন।

Leave A Reply