বান্দরবানে আইন সহায়তা দিবস পালন

0

মুহাম্মদ সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:

আজ ২৮ এপ্রিল রোজ রবিবার সকাল ৯টায় বান্দরবান জেলা জজ আদালত প্রাঙ্গন হতে আইন সহায়তা দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনা মূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা দান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে-
আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে সরকারী আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সহায়তা করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২৯ জানুয়ারী মন্ত্রীসভার বৈঠকে আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ কার্যকরের তারিখ অর্থাৎ ২৮ এপ্রিলকে “জাতীয় আইনগত সহায়তা দিবস” ঘোষণা করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বান্দরবান জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
সভাপতিত্ব করেন বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং জেলা আইন সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান।
Leave A Reply