সাভারের তেঁতুল ঝোড়া ইউনিয়নের সেচ্চাসেবক লীগের সহ – সভাপতি কবির হোসেন সরকার এর হত্যা কারীরা ধরাছোয়ার বাইরে

0
পল্লী ভূমি বাংলা  বিদ্যৎ আহমেদ মিয়া স্বাধীন বাংলা  নিউজ টিভি
সাভারের তেঁতুল ঝোড়া ইউনিয়নের সেচ্চাসেবক লীগের সহ – সভাপতি কবির হোসেন সরকার এর হত্যা কারীরা ধরাছোয়ার বাইরে বিদ্যৎ আহমেদ মিয়া স্বাধীন বাংলা টিভি নিউজঃ সাভারের তেঁতুল ঝোড়া ইউনিয়নের রাজফুল বাড়ীয়ার সেচ্চা -সেবক লীগের সহ-সভাপতি কবির হোসেন সরকারকে মোবাইলে ফোন করে টেকে নটয়ে হত্যা করেছে যারা, তারা এলাকার কুৎখাত সত্রাসী। এরা প্রত্যেকজন ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী এবং সরকারী খাষ জায়গা দখলদার। বর্তমানে এরা পালিয়ে বেড়ালেও পুলিশ এখনো রাঘব বোয়ালদের ধরতে পারেনি। সন্ত্রাসীরা প্রভাবশালী। আজ অনুসন্ধানের ২ য় পর্ব ১) পান পাড়ার শিল্পপতি কায়ুম এর ছেলে সন্ত্রাসী ও বিভিন্ন কুৎখাত মামলার আসামী খুনী পারভেজ ( ৩৮)। তার কাজ মোটা অংকের টাকার বিনিময়ে হত্যা কন্ট্যাক নেয়া, জমি দখল, ও বিভিন্ন মাদক এনে দেয়া। পারভেজ এর কাছে অবৈধ অস্ত্র আছে। ২) পারভেজের সহযোগি সিদ্দিক মিস্ত্রীর পুত্র বিভিন্ন মামলার জেল খাটা হোতা মাদক সেবী ও মাদক ব্যবসায়ী জাকির ( ৩৩) ৩) পান পাড়ার মৃত সবর মাদবরে পুত্র আলমগীর (৩৭) এই আলমগীর মাদক ব্যবসা সহ পান পড়া সরকারী খাষ জায়গা অবৈধ ভাবে দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে ও বাড়ী বানিয়ে ঘড় ভাড়া দিয়েছে, সে টাকার গরমে মানুষ হত্যা করেছে। এ কথা জরসাধারনের। ৪) পান পাড়ার মৃত লাবু এর পুত্র সাজাহান (৩৮) সরকারী জায়গা দখল করে বিল্ডিং দিয়ে বাড়ি ভাড়া ও দোকান ভাড়ার পাশা পাশি মাদক ব্যবসা করে কোটিপতি। ৫) সাজাহানের সহযোগী মৃত সবর মাদবরের আরেক পুত্র হেলাল ( ৩০) খুনী ৬) হাবিব মাদবরের পুত্র আলম (৩০) মাদক ব্যবসায়ী খুনী ৭) সামাদ মিয়ার পুত্র রুস্তম ইয়েবা ব্যবসায়ী খুনী। ৮) পানপাড়ার মুরগী ব্যবসায়ীর পুত্র পান পাড়ার হাসিব মাডার কেসের জেল পলাতক খুনী হান্নান (৩৩) বর্তমান কবিরের হত্যাকারী। ৯) হারান নগরের নিয়ত আলীর পুত্র রুহুল (৩৫) ১০)পান পড়ার সাবেক হাকিম মেম্বরের পুত্র মনির (৩৩) খুনী ১১) নগরচরের নামধারী আওয়ামী সুবিধা লীগের নেতা খুনী মজিবর (৩৮) গং, জনসাধারণ আক্ষেপ করে বলেছেন খুনীরা আইনের ফাঁক দিয়ে বেড়িয়ে এলে উল্লেখিত খুনীরা আরো নিরীহ মানুষকে খুন করে অনেক মায়ের বুক খালি করবে। খুনীরা এলাকায় না থাকায় এলাকার জনসাধারন শান্তিতে আছে। আমাদের অনুসন্ধানে জানাগেছে, সাভারের পুলিশের সোর্স মাদক সেবী ও ব্যবসায়ী ১) কাঁনা সুমন ওরফে চোর কাঁনা সুমন ২) মাদক সেবী ও ব্যবসায়ী হেলাল ইনফোরমার প্রায় পানপাড়ায় নেতা কবিরের খুনীদের অফিসে এসে খুনীদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার দৃশ্য অনেকে প্রত্যক্ষ করেছেন। পুলিশের সোর্স কেন কবির হত্যাকারীদের কাছ থেকে প্রত্যেক দিন কিসের টাকা নিত? থাববে আমাদের অনুসন্ধানের ৩ য় পর্ব। বর্তমান খুনীদের কাছে টাকা নেয়ার ২ জন সোর্সদের পুলিশের গাড়িতে চড়ে বেড়ানোর দৃশ্য দেখা যায় রাতের সময়। রক্ষক যখন ভোক্ষক তাহলে আসামী ধরবে কি করে? এ 

বিষয়ে থাকবে আমাদের আরো প্রতিবেদন। সঙ্গে থাকুন।

Leave A Reply