কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

0
আবু হানিফ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
 কিশোরগঞ্জ জেলার  হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম আজ ২৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহেদল ইউনিয়নের গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে ১ ও ২ নং ওয়ার্ডে গলাচিপা,গকুলনগর, রহিমপুরে কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে৷
  উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক ১ লক্ষ ২৮ হাজার ৭১৩ টি স্মাট জাতীয় পরিচয়পত্র আগামী ১৬ জুন পর্যন্ত বিতরণ করা হবে বলে হোসেনপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে৷
 ২০১৬ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছে তারাই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন।
  স্মার্ট কার্ড সংগ্রহ করার সময় পুরাতন আইডি কার্ড বা নতুন ভোটারদের রশিদ দেখিয়ে নতুন করে আবার ফিঙ্গার পিন্ট ও চোখের আইরিশের পরিক্ষা দিতে হয় ৷
 গকুলনগর থেকে স্মার্ট কার্ড নিতে আসা মোছাম্মাৎ লুৎফা খাতুন (৬৩) বলেন, “সরকার নতুন আইন করেছে সকল ভোটারকে নতুন করে আঙ্গুলের ছাপ ও চোখের পরিক্ষা দিয়ে আগের আইডি কার্ড জমা দিয়ে নতুন স্মার্ট কার্ড নিতে হবে তাই কষ্ট করে এসেছি লম্বা লাইনে দাঁড়িয়ে অনেক কষ্টের পর কার্ড হাতে পেয়েছি এ জন্য  ভালোই  লাগছে এখন৷”
রহিমপুর থেকে স্মার্ট কার্ড নিতে আসা দুলাল মিয়া (৭০) বলেন, “সরকার দেশকে ডিজিটাল বনানোর লক্ষে এই কাজ আরম্ভ  করেছে এর মাধ্যমে দেশ অনেক এগিয়ে যাবে৷”
Leave A Reply