- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
‘স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্ধোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে সেবা সপ্তাহের উদ্বোধনী শেষে ডাঃ মোমেন হাসনাইন এর সঞ্চালনায়, ইউএনও মোহাম্মদ তোফায়েল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, ওসি মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ। আলোচনা শেষে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে চিকিৎসা বিষয়ের নানা দিক তুলে ধরা হয়। পরবর্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চিকিৎসা সেবায় অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎসা প্রদানে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা পর্যায়ের চিকিৎসকগন। স্বাস্থ্যখাতে কোন ধরনের দুর্নীতি বা অনিয়মে ছাড় দেয়া হবে না। সকলকে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবনে এগিয়ে আসার আহবান জানান।