জেলা পরিষদের উদ্যোগে প্রথম বারের মতো বাংলা বর্ষবর

0

লিটন মিয়া লাকু, গাইবান্ধা ॥ গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আনন্দ ও হই-হুল্লো করে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ১লা বৈশাখ উদযাপন করা হয়। সকালে জেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সেখানে পান্তা খাওয়ার আয়োজন করা হয়। পরে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী তাদের পরিবার পরিজন ও উপস্থিত জনগণদের নিয়ে দিনভর খেলাধুলা ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওইসব প্রতিযোগিতায় নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিলো অভাবনীয়। বিকেল ৩টা থেকে রাত ৯টা ৩০মিনিট পর্যন্ত বালাসী বাউল সংগঠন, সুর ঝংকার শিল্পী গোষ্ঠি ও অন্তরঙ্গ থিয়েটার তাদের গান ,নাটক ও অভিনয় উপস্থাপন করেন, সবশেষে জেলার বৃহৎ ব্যান্ড দল স্পেনস্ এর উদ্যোগে লাইভ কর্নসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিনামূল্যে র‌্যাফেল ড্র টিকেট বিতরণের মাধ্যমে ২টি মোবাইল সেটসহ সর্বমোট ১৫টি আকর্ষনীয় পুরস্কার ঘোষণার মাধ্যমে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষের সকল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এমদাদুল হক, আলতাফ হোসেন, জামিউল আনছারি, এএফএম আনজুলুর জামান বকশী ডিজু, শহিদুল ইসলাম, জরিদুল ইসলাম, এম এস রহমান, আ: হান্নান আজাদ, মাজেদা বেগম, রোজীনা নাহিদ ফারজানা, তৌহিদা বেগম।

খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনের সকল কর্মসূচী সঞ্চালকের দায়িত্বে ছিলেন সাংবাদিক এবিএম ছাত্তার ও উপস্থাপিকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিরিন আকতার।

Leave A Reply