- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শেরপুরে একদিনে একই গ্রামে দুটি বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামে । এলাকাবাসী জানান, বুধবার দুপুর ৩টার দিকে দক্ষিণ আমইন গ্রামের আব্দুস সালামের নাবালিকা মেয়ে রোজিনার সাথে বিয়ে হয় একই এলাকার আব্দুল খালেক এর ছেলে জুয়েল রানার। ৭০ হাজার টাকা দেনমোহর ধার্যকরে বিয়ে রেজিষ্ট্রিও সম্পন্ন হয়েছে। একই দিন দক্ষিণ আমইন হঠাৎপাড়ায় সাইফুল ইসলামের নাবালিকা মেয়ে সাবিনা খাতুনের বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিয়ের রেজিষ্ট্রি সম্পন্ন হয়নি। বাল্য বিয়ের বিষয়ে কুসুম্বী ইউনিয়নের কাজীর সহকারি মাও. আব্দুল হাই জানান, জন্মনিবন্ধন অনুসারে মেয়ের জন্ম ২০০১ সালের ৪ জুলাই। ১৮ বছরের তিন মাস কম থাকলেও পরিবার ও এলাকাবাসীর চাপে বিয়ের রেজিষ্ট্রি সম্পন্ন করা হয়েছে। আরেকটি বিয়ের কোন খবর এখনো পাইনি। বাল্য বিয়ের বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল জানান, এ ধরনের কোন খবর জানা নেই। প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, বাল্য বিয়ের কোন খবর পাইনি। এ ধরনের খবর পেলে ব্যবস্থা নিব।