সরিষাবাড়িতে হালকা বৃষ্টির সাথে ১০০গ্রাম ওজনের শিলা

0

মতিউর রহমান,সরিষাবাড়ি জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়িতে হালকা বৃষ্টির সাথে প্রায় ১০০ গ্রাম ওজনের শিলা বর্ষণ হয়েছে। ৩১ মার্চ বিকেলে উপজেলার পৌর এলাকা, মহাদান, ভাটারা, ডোয়াইল ইউনিয়নের আংশিক এ শিলা বর্ষণের খবর পাওয়া গেছে।

৩১মার্চ রবিবার বিকেলে হঠাৎ উত্তরাকাশে মেঘ করে। অকস্মাৎ শুরু হয় শুকনো শিলা বর্ষণ। ১৫ থেকে ২০ মিনিট ধরে বিভিন্ন আকারের শিলা বর্ষণ হতে থাকে। পরে হালকা বৃষ্টির সাথে কিছুক্ষণ ধরে ছোট ছোট শিলা বর্ষিত হয়। কোন কোন শিলার ওজন শত গ্র্রামেরও বেশী বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। অকস্মাৎ শিলা বর্ষণে কৃষক ও সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। বিভিন্ন আকারের দীর্ঘক্ষণ ধরে শিলা বর্ষণের ফলে ব্রি ধান ২৮ যা রেনু ছড়াচ্ছিল ওই সব ধানের বেশী ক্ষতি হয়েছে। অন্যান্য জাতের ধানের থোড় বের হওয়ায় সেগুলোও ক্ষতিগ্রস্থ হওয়ার পথে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক উপজেলা কৃষি বিভাগ থেকে জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে পৌর এলাকাতেই বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী বয়োজৈষ্ঠ অনেকেই মন্তব্য করেন, তাদের জীবদশায় এমন শিলা বর্ষণ দেখেননি। এটি নজির বিহীনই বটে।

Leave A Reply