গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনে যারা নির্বাচিত হলেন

0

রবিউল কবির মনু গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপের গত রোববার অনুষ্ঠিত হয়েছে । এতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ প্রধান নৌকা প্রতীকে ১লক্ষ ৪১হাজার ২৯৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মুকিতুর রহমান রাফি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৭হাজার ৬৩৪টি ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো: শরিফুল ইসলাম তাজু মাইক প্রতীকে ৫৭হাজার ৯৬২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান খন্দকার (মাস্টার) তালা প্রতীকে পেয়েছেন ৫১হাজার ৭৬০টি ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: শাকিলা বেগম ফুটবল প্রতীকে ৯৪হাজার ৪৩৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে জাহান রিংকু প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৯হাজার ৩৫৩টি ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন রোববার রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ উপজেলায় ১৩৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ৩লক্ষ ৮৬হাজার ২৯৬টিভোট। মোট ভোট পরেছে ২লক্ষ ৬হাজার ৩৮৪টি।

Leave A Reply