টাঙ্গাইলের ১২টি উপজেলায় পঞ্চম ধাপের শান্তিপূর্ণ

0

টাংগাইল প্রিনিধি

আজ সকাল ৮টা থেকে টাঙ্গাইলে পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন শুরু হয়েছে। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে একটানা ভোট গ্রহণ। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। জেলার ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৫জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩জন প্রার্থী। এরমধ্যে গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ১২ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২৭লাখ ৭৯হাজার ৬৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩লাখ ৭৫হাজার ৯৫৫ জন এবং মহিলা ভোটার ১৪লাখ ৩হাজার ৭৪২ জন। মোট ভোট কেন্দ্র ১০০৬টি এবং ভোট কক্ষ ৬৭০৪টি
জেলা নির্বাচন কমিশনার এ.এইচ.এম কামরুল হাসান জানান, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠভাবে ভোট গ্রহণ করার লক্ষে ১২টি উপজেলায় ৩৭ প্লাটুন বিজিবি,পুলিশের স্টাইকিং ফোর্স ২০৩টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে ৫৬জন। এছাড়া প্রতি উপজেলায় একটি করে র‌্যাবের টহল টিম দায়িত্ব পালন করবে।

Leave A Reply