- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে রহস্যজনক গৃহবধুর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা খিয়ারপাড়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে পরিমল চন্দ্র রায়ের সাথে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মটখোলা পাড়া গ্রামের বিমতি রায়ের মেয়ে বিথী রাণীর প্রায় নয় মাস পূর্বে বিয়ে হয়। কিছু দিন ভালই দম্পত্য জীবন কাটছিলো তাদের।
বিথীর মাতা নিয়তি বালা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য নানা ভাবে নির্যাতন করেছিল। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
পরিমল চন্দ্র রায়ের মাতা কল্পনা রাণী বলেন, ছেলে বউমা ঝগড়া হইছে। রাতে হামরা ঘুম গেছনো। সকালে উটি দেখোং মরি গেইছে। এর ভেতরে রহস্য আছে।
কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, ঘটনাটি আমি জানার পরেই পরিদর্শন করেছি।
তারাগঞ্জ থানার এসআই কার্তিক মোহন্ত বলেন, নারী শিশু নির্যাতন আইন সংশোধনী ২০০৩ সালের ১১(ক)/৩০ মতে মামলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মামলা রুজু হয়েছে ময়না তদন্ত হলেই আসল তথ্য জানা যাবে এবং অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।