- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

উত্তর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের চার বছরের শিশুর সামনেই মাকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ও স্বজনরা জানান, আজ সন্ধায় উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী রেজিয়া বেগম রক্ষিত বেলতা মাদ্রাসায় তার ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে দুস্কৃতিকারীরা রাস্তার পাশে একটি ধান ক্ষেতে তাকে জবাই করে ফেলে রাখে। পরে শিশুটির কান্নার সব্দে আশপাশের লোকজন গিয়ে গলা কাটা অবস্থায় গৃহবধুকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোশনা করে।