- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
জেলার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা দপ্তর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ০৫ জন প্রতিবন্ধি শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সুসঙ্গ সরকারী কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মানু মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, পারভীন আক্তার, অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার উপজেলার সকল দপ্তরের অর্পিত দায়িত্ব সম্পর্কে খোঁজ রাখছেন। সমাজসেবা দপ্তর থেকে প্রায় ১৯ ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। এ সেবা নেয়ার তথ্য মানুষের দোড় গোঁড়ায় পৌছে দেয়ার জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে।