- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে গনহত্যা দিবস।
এ উপলেক্ষে উপজেলা চত্তরে ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদ এর স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ¦ রুহুল আমীন চুন্নু, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল মনসুর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আকঞ্জি, প্রেসক্লাব সাবেক সভাপতি মোহন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন প্রমুখ।
এছাড়া দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক দিলুয়ারা বেগম, আব্দুল আজিজ, সমরেন্দ্র রিছিল, নাসরিন হেলালী, গৌতম মল্লিক, প্রভাষক লিয়াকত আলী, শামীম আজাদ, আবু সাদেক, লিপা আক্তার প্রমুখ। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমী এ দিবসকে কেন্দ্র করে এক গীতি আলেখ্য পরিবেশন করে।