- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

মেহেদী হাসান চৌধুরী, টাঙ্গাইল
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ৫ম ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়ার আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) বিকালে করটিয়া মসজিদ রোডে নাগরিক কমিটির উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈমের সভাপতিত্বে নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, জেলা যুবলীগের আহবায়ক ফারুক হোসেন মানিক, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম, করটিয়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, সাদত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দুলাল হোসেন, সম্পাদক আলহাজ¦ রাজিব তালুকদার, সরকারী এমএম আলী কলেজের ভিপি শফিউল আলম মুকুল প্রমুখ।
নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আনসারী বলেন, আমি আপনাদের সন্তান, জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা দিয়ে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে আপনাদের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি। এসময় তিনি আরো বলেন, দেশে যে উন্নয়নের গতি সেই গতিকে বাঁধা গ্রস্ত করতে একটি কুচক্রী মহল সর্বদা কাজ করছে। আপনাদের এবিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে। তাদের প্রতিহত করতে হবে নৌকা মার্কায় ভোট দিয়ে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সিকদার।