যে কারণে আনিছুর রহমান লিটনের অন্য রকম জয়, বিভিন্ন মহলের অভিনন্দন

0

 

,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

এখন নির্বাচন মানেই সম্ভব-অসম্ভব প্রতিশ্র“তির ফুলঝুড়ি। একবার বিজয়ী হয়ে পরের বারে বদনাম নিয়ে বিদায় হওয়া। কিন্তু এ কথা সব ক্ষেত্রে পুরোপুরি সত্য নয়। সমাজে এখনো অনেক প্রার্থী আছেন, যারা পেশি শক্তির জোরে নয়, ভোটারদের ভালোবাসায় বিজয়ী হন।

এ বিজয়ের সম্মানকে ধরে রাখেন এবং পরেরবার আবার বিজয়ী হন। তেমনি একজন মানুষ আনিছুর রহমান লিটন। প্রথম বারে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্র জীবন থেকেই আনিছুর রহমান লিটন এলাকার উন্নয়নে বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়েছেন। মসজিদ, মন্দিরে করেছেন দান। অসহায় লোকদের মেয়ের বিয়েতে সহয়তা করেছেন। সবসময় দুঃখি মানুষের পাশে ছিলেন। এ কারণেই প্রথমবারেই এলাকার লোকজন তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন।

চেয়ারম্যান হওয়ার পরেই আনিছুর রহমান লিটন নেমে পড়েন এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে। এলাকার ব্যাপক উন্নয়ন করা ছাড়াও নিজের তহবিল থেকে উপজেলার প্রতিটি মসজিদ ও মন্দিরে দান করা অব্যাহত রাখেন। এলাকার আইন শৃঙ্খলা উন্নয়ন ও দক্ষ হাতে উপজেলা প্রশাসন ৫বছরে পরিচালনা করেন। অসহায় মানুষের বিপদ-আপদেও পাশে দাঁড়ান। বন্যার্দুগতদের শুকনা খাবার, হাজারো শীতার্তদের নিজের তহবিল থেকে কিনে দেন কম্বল। এ ছাড়াও ব্যক্তি উদ্দ্যোগে নিজের টাকায় তিনি বিভিন্ন কল্যাণমূখি কাজ করেন।

এ কারণে এলাকায় দিন দিন জনপ্রিয়তা বাড়তেই থাকে। তার জনপ্রিয়তা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনে তাকে নৌকা প্রতীক উপহার দেয়। নৌকা প্রতীক নিয়ে আনিছুর রহমান লিটন রংপুরের তারাগঞ্জে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ৪২ হাজার ৩৭২ ভোট পেয়ে পূর্ণরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নৌকা প্রতীক দেওয়ায় আনিছুর রহমান লিটন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিপুল ভোটের ব্যবধানে আনিছুর রহমান লিটন পূর্ণরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন তাকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল চেয়ারম্যানকে তাঁর ইকরচালী কার্যালয়ে ফুলের তোরা দিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ তারাগঞ্জ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানান ওই সংগঠনের সভাপতি সুজালুর রহমান, সম্পাদক প্রশান্ত কুমার রায়, যুগ্ন সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক জোসিজুল ইসলাম, তারাগঞ্জের ব্রাদার্স এগ্রো ফুড প্রডাক্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক, দি এরিস্টোক্রাট এগ্রো লিমিডেটের ফ্যাক্টরী ইনচার্জ মহিউদ্দিন খান, সয়ার ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আজম, কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক, হাড়িয়ারকুঠি ইউনিয়রে চেয়ারম্যান হারুন অর রশিদ, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান সবুজ চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, যুগ্নসাধারন সম্পাদক রবিউল হাসান রিপন প্রমুখ।

Leave A Reply