- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মূহুর্তে স্থগিত হওয়া নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে । নির্বাচন কমিশন কর্তৃক নতুন এ নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার সাথে সাথে আবারও সরগরম হয়ে উঠেছে গোবিন্দগঞ্জের ভোটের মাঠ। বিভিন্ন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা ব্যস্ত হয়ে পড়েছেন নির্বাচনী প্রচার-প্রচারণায়। মিছিল, মিটিং, গণসংযোগ আর মাইকে প্রচারণায় নতুন করে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত গত ১৮মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গোবিন্দগঞ্জ উপজেলা সহ জেলার ৬টি উপজেলায় একযোগে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাতিল হওয়া একজন প্রার্থী হাইকোর্টের আদেশে শেষ মূহুর্তে প্রার্থীতা ফিরে পাওয়ায় তাঁকে নতুন করে প্রতীক বরাদ্দ দেয়া ও প্রচারণার সুযোগ দিতে এ উপজেলায় ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। গত বুধবার নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান কর্তৃক ৩১ মার্চ পরিবর্তিত নির্বাচনের নতুন তারিখ ঘোষিত হওয়ায় আবারও ব্যস্ত হয়ে উঠেছে প্রার্থীরা।
শেষ মূহুর্তের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিরামহীন প্রচারণা শুরু করেছেন এ উপজেলায়। কর্মী-সমর্থকদের মাঝেও নির্বাচনী প্রাণচ্যাঞ্চল্য ফিরে এসেছে। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নতুন উদ্যোমে ভোট প্রার্থনা করছেন।