- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

মেহেদী হাসান টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহর এলেঙ্গাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টায় উপজেলার এলেঙ্গাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাছান ইমাম খান সোহেল হাজারী ।
এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক(প্রশিক্ষন ও উন্নয়ন )এ কে এম রেজাউল হক , টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুর রাজ্জাক,কালিহাতী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার ও সাধারন সম্পাদক শাহ আলম মোল্লা প্রমূখ ।