সরিষাবাড়ি অনার্স কলেজে স্বাস্থ্য প্রতি মন্ত্রীকে সম্বর্ধনা

0

মতিউর রহমান, সরিষাবাড়ি, জামালপুর ঃ জামালপুরের সরিষাবাড়ি অনার্স কলেজে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসানকে সম্বর্ধিত করা হয়েছে। কলেজের আয়োজনে ১৬ মার্চ সকাল ১১ ঘটিকায় ছাত্র শিক্ষক ও অভিভাবক মহলের পক্ষ থেকে স্বাস্থ্য প্রতি মন্ত্রী ডা. মুরাদ হাসানকে ফুলেল শ্রদ্ধা ও ক্রেষ্ট প্রদান করে সম্বর্ধিত করা হয়

সরিষাবাড়ি অনার্স কলেজের উপাধ্যাক্ষ মিজানুর রহমানের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ সরোয়ার জাহান ডিপটি। সভাপতির শুভেচ্ছা বক্তব্যে কলেজের পক্ষে একাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রী নিবাস নির্মান ও জাতীয় করণসহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন অধ্যক্ষ সরোয়ার জাহান। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতি মন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান কলেজে একাডেমিক ভবন নির্মান, ছাত্রী ও ছাত্র হোষ্টেল নির্মানের প্রতিশ্র“তি ব্যক্ত করেন। সরিষাবাড়ি অনার্স কলেজকে জাতীয় করণের বিষয়ে সার্বিক সহযোগীতার আশ্বাশ প্রদান করেন ডা. মুরাদ হাসান। তিনি তার বক্তব্যে আরও বলেন, আগামী জুন মাসের মধ্যে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে এক’শ সজ্জা হাসপাতালের কাজ, তারা কান্দি এলাকায় কুড়ি সজ্জার হাসপাতাল নির্মান, একটি ডায়াবেটিস হাসপাতাল নির্মানের কাজ শুরু হতে যাচ্ছে। ডাক্তারদের আবাসনসহ একটি নার্সিং কলেজ স্থাপনের কথাও মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরও বলেন জুন মাস নাগাদ ঢাকা থেকে যমুনা পূর্ব সেতু হয়ে সরিষাবাড়ি-জামালপুর-ময়মনসিংহ হয়ে একটি আন্তঃ নগর ট্রেন ঢাকা পৌঁছবে। অপর একটি আন্তঃ নগর ট্রেন ঢাকা থেকে ছেড়ে ময়মনসিংহ জামালপুর সরিষাবাড়ি ও যমুনা সেতু পূর্ব পাড় হয়ে ঢাকা পৌঁছবে। অপর দিকে একইভাবে বে-সরকারী দুটি উন্নত মানের ট্রেন যাতায়াত করবে এ পথে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ইউএনও সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, মেয়র রোকনুজ্জামান রোকন প্রমূখ।

Leave A Reply