বগুড়ায় ভোট কেন্দ্রে না যেতে মাইকিং॥ ৩ যুবকের জরিমানা

0

স্টাফ রিপোর্টার, বগুড়া ঃ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটারদের না যাওয়ার পরামর্শ দিয়ে মাইকিংয়ের দায়ে বগুড়ার শাজাহানপুরে সিএনজি অটোরিক্্রশার চালকসহ ৩ যুবকের ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ওই ঘটনাটি ঘটে।

যে তিন যুবকের জরিমানা করা হয়েছে তারা হলো: শাজাহানপুর উপজেলার জোড়া নাজমুল উলম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হুজাইফা (২১), খরনা ইউনিয়নের দাড়িগাছা গ্রামের ফজলুর রহমানের ছেলে পলাশ (২৮) ও সিএনজি অটোরিক্্রশা চালক বামনিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল (২১)। শাজাহানপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা লিজা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পুলিশ জানায়, হুজাইফা ও পলাশ নামে দুই যুবক শনিবার রাতে রাসেলের সিএনজি চালিত একটি অটোরিক্্রায় মাইক লাগিয়ে তাতে নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার অনুরোধ সম্বলিত রেকর্ড করা বক্তব্য প্রচার করছিল। রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে এ ধরনের মাইকিং স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরপর তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রচারের সরঞ্জামাদি জব্দ করা হয়।

পরে রাত ৯টার দিকে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সামনে নেওয়া হয়। পরে সাক্ষ্য-প্রমাণে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং আটক ওই তিন যুবকও তাদের দোষ স্বীকার করে নেয়। তখন বিচারক কানিজ ফাতেমা লিজা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধির ১৮ নম্বর ধারায় ওই তিন যুবকের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭দিন করে কারাদ-ের নির্দেশ দেন। শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, রায় ঘোষণার পর দন্ডিতরা জরিমানা দিয়ে কারাবাস থেকে রেহায় পান। দ-িতরা কোন রাজনৈতিক দলের সদস্য কি’না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না এটা তারা স্বীকার করে না।’

Leave A Reply