“আখের মূল্য বৃদ্ধি পেলেও” সময় মতো আখ দিয়েও মিলছে না চাষীদের টাকা

0

সোহেল রানা,কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়া জগতি সুগার মিলে সময় মত ১ বছরি খেত আখ নির্দিষ্ট সময়ে কর্তৃপক্ষের কাছে পরিশোধ করেও টাকা পাচ্ছে না চাষীরা ৷ ২০১৮-১৯ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন হয় ১৪ ই ডিসেম্বর ৷ মিল চলাকালীন সময়ে ঠিকঠাক মত দিয়ে আসছিল আখ সুগার মিলে চাষীরা ৷ ক্রমাগত ১ টি, ২টি করে ৪ টি, ৫ টি আবার অনেক চাষীর এর থেকেও বেশি আখের ভাউচার জমা হতে থাকে ৷ চাষীরা ভাবে টাকা আজ দেবে না,কাল দেবে, এমন ভাবতে ভাবতে মাঝে ও শেষে চাষীদের আখের জন্য পেটে লাথি মারার মতো করে ফেলেছে সুগার কর্পোরেশন বলে অভিযোগ করে সাংবাদিককে আখ চাষী হাফিজুর রহমান বলেন ৬৭ দিন ধরে আখ সরবরাহ করি সুগার মিল, কিন্তু নির্দিষ্ট সময়ে আখের টাকা প্রায় ৩ মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত না পাওয়ায় খুব কষ্টের সাথে পরিবার নিয়ে জীবন পাড়ি দিতে হচ্ছে ৷ কারণ আখ সুগার মিলে দিতে লেবার ও গাড়ি ভাড়া দিতে চাষীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে জানায় ৷ এরই মধ্যে অনেক চাষী আখ নষ্ট করে ধান, ভুট্টা সহ অন্যান্য চাষের দিকে চলে গেছে ৷ এভাবে যদি আখের অর্থের জন্য ভোগান্তি পোহাতে হয় তাহলে ২০২০-২১ আখ মাড়াই মৌসুমে জগতি সুগার মিল আখ পাবে কিনা তা নিয়ে চিন্তার বিষয় আছে বলে অভিমত চাষীদের ৷ সুগার কর্পোরেশন চাষীদের আখের টাকা নিয়ে এভাবে “পুতুল পুতুল খেলা” করতে থাকলে আখের মূল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাড়িয়েছে তাতে ও আখ সংকটে পড়বে জগতি সুগার মিল বলে জানায় চাষীরা ৷ কারণ সময় মত চাষ করে টাকা না পেলে চাষী বাঁচবে কেমন করে, আর চাষী না বাঁচলেতো চাষ করা সম্ভব নয় ৷ এ বিষয়ে জগতি সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের এর সাথে দেখা করতে গেলে তাদের দেখা পাওয়া যায়নি, তারা মিলের স্টাফদের সাথে পিকনিকে সুগার মিলের বাইরে আছে বলে জানা যায় ৷ চাষীদের আখের টাকা নিয়ে জগতি সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার মোর্শেদের সাথে কথা হলে তিনি সাংবাদিক আজাদ হোসেনকে জানায় , সুগার মিলের আয়ের প্রধান উৎস হল চিনি বিক্রি ৷ বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানের চিনি বাজারে কম টাকায় বেশি বিক্রি করায় সুগার মিলের চিনি বিক্রি না হওয়ায় মূল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ তবে আগামী সপ্তাহের মধ্য চাষীদের মাঝে হাসি ফুটাতে পারবো বলে আশা রাখছি ৷ আগামী সপ্তাহে চাষীদের আখের মূল্য দিতে পারবো বলে আশা প্রকাশ করছি ৷

Leave A Reply