- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

স্টাফ রিপোর্টার, বগুড়া ঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সোমবার বগুড়া জেলার ৯৫৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার সকাল থেকে শুরু হয়েছে ভোটকেন্দ্র গুলোতে নির্বাচন সামগ্রী বিতরণ। বগুড়া জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় সর্বমোট ৯৫৪টি ভোট কেন্দ্রে ৬ হাজার ৬০২টি বুথে গোপন ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে। মোট ভোটার ২৫ লাখ ৩৮ হাজার ১৫৬ জন। রবিবার সকাল থেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের মাঝে সহকারী রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেছেন। এছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের নিদের্শনাও দেয়া হয়েছে সুষ্ঠুভাবে ভোট গ্রহনের জন্য। বগুড়া জেলায় ১২টি উপজেলার মধ্যে ১০টি তে চেয়ারম্যান পদে ৪১ জন, ১১টিতে ভাইস চেয়ারম্যান পদে ৫০ জন ও ১২টিতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া শেরপুর ও আদমদিঘী উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শেরপুর উপজেলার ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচনে বিএনপি অংশ না নিলেও বিএনপি নেতকর্মীরা ৯টি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রার্থী হওয়ায় ৩০জন বিএনপি নেতাকর্মীকে বহিস্কারও করা হয়েছে।