- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

মেহেদী হাসান টাঙ্গাইল :
টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। অন্যান্যের মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, সিভিল সার্জন ডা.শরীফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে আনন্দ র্যালীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, নাহার আহমেদ, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী নেতৃবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এর পূর্বে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সরকারি সকল অধিদপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।