শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আমান উল্লাহ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

0

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার,বগুড়া ঃ

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চলীয় আবাসিক প্রতিনিধি, দৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক, জয়লা জুয়ান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, বর্ষীয়ান জননেতা মরহুম আমান উল্লাহ খানের প্রথম মৃত্যুবাষিকী উপলক্ষে বগুড়ার শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৫মার্চ) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের সদস্য প্রবীণ সাংবাদিক আকরাম হোসেন খান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সহ-সম্পাদক মুহঃ আরিফ-উদ-দৌলা, শেরপুর সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, জয়লা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রয়াত আমান উল্লাহ খানের ছেলে আহসান উল্লাহ খান সবুজ। এছাড়া অন্যদের মধ্যে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, সাহিত্য সম্পাদক আব্দুল আলীম, নির্বাহী সদস্য জাহাঙ্গীর ইসলাম, শাহজামাল কামাল, সাংবাদিক আব্দুল হামিদ,শহিদুল ইসলাম শাওন,উৎপল মালাকার, আবু জাহের, আল ইমরান, আব্দুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বর্ষীয়ান জননেতা আমান উল্লাহ খানের জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয়। এদিকে অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক সাংবাদিক আমান উল্লাহ খানের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রসঙ্গত: মরহুম আমান উল্লাহ খান গত ২০১৮ সালের ১৫ মার্চ ইন্তেকাল করেন।

Leave A Reply