- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ১১টায় কালিহাতী প্রেসক্লাব থেকে একটি আনন্দ র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। আনন্দ টিভির শুভ জন্মদিনে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। এসময় আলোচনা সভায় আনন্দ টেলিভিশনের উত্তর টাঙ্গাইল প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম. দি.ডেইলী নেক্সট নিউজের সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন, উপজেলা আ’লীগের সহসভাপতি আখতারুজ্জামান, পৌর আ’লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম। বক্তারা আনন্দ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে কালিহাতী প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।