Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি
বরগুনায় ১ হাজার ১২৭ পিস ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম ও আব্দুর রহমান নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ।
আটক মো.জহিরুল ইসলাম আব্দুর রহমান বরগুনা সদর উপজেলার পোটকাখালী এলাকার বাসিন্দা।
এর আগে সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ছোট পোটকাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর উপজেলার পোটকাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।