Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :
স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বরগুনার বিষখালী নদীতে অবৈধ কারেন্টজাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করেছে স্থানীয় মৎস্যজীবীরা।
বরগুনার চরাঞ্চলে বিষখালী নদীতে গিয়ে দেখা যায়, বিষখালী নদীতে প্রায় ১৫ থেকে ২০ জন মৎস্যশিকারি অবৈধ কারেন্টজাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছেন।
মাঝেরচর এলাকার বাসিন্দা ইসমাইল ও বেলাল জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত ইলিশের পোনা ও বাচাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে এই কারেন্টজালে। যা চারশ’ থেকে ১৫শ’ টাকা পর্যন্ত বিক্রি হয়। সরকার কারেন্টজাল তৈরি, বহন ও ব্যবহার নিষিদ্ধ করলেও অর্থনৈতিক সংকট থাকায় এই জাল দিয়ে মাছের পোনা ধরেন তারা।
বরগুনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমীন জানান, বরগুনার বিভিন্ন চরাঞ্চলের কারেন্টজাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। আমাদের লোকবল সংকট থাকার কারণে চর এলাকায় অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। তবে, যতটা সম্ভব অভিযান অব্যাহত রাখা হবে।