- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল প্রেসকাবের আয়োজনে সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশ ও পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী ঘাটাইল উপজেলার অনিক নগর পার্কে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছনোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রেসকাব সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক পরিবারের সদস্যরা অংশ নেন।