Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

সোহেল রানা,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশী পিস্তল,গুলি ও ম্যাগজিনসহ সোহেল রানা (৩৫) নামে এক সন্ত্রাসী কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আজ রোববার উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকার পদ্মার নদীর ঘাট থেকে তাকে আটক করে পুলিশ। দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজিজুর রহমান জানান, পদ্মা নদীর চরে সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে এস আই সাইফুল ইসলাম,এ এস আই তারেক হাসান,এ এস আই তরিকুল ইসলাম,এ এস আই আনোয়ার আলী, এ এস আই সুব্রত কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে সন্ত্রাসী সোহেল রানাকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক করে পুলিশ। আটক সন্ত্রাসী পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলার লক্ষিনগর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে বাঘা ও দৌলতপুর থানায় সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ ও মামলা রয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, দূর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সোহেল রানা নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার নামে ৩/০৩/১৯ তারিখে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে,মামলা নং ০৩।