- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। এসআই সুব্রত কুমার ঘোষ নেত্বত্বে সঙ্গীয় ফোর্স সহ এএসআই মিজানুর রহমান, এএসআই নয়ন, এএসআই মধু সরকার , কনস্টেবল বেলাল হোসেন সহ তাদেরকে রোবরার রাতে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার বাগবেড় গ্রামের কছিমের ছেলে বাহার আলম বাদশা বাহার ব্যাপারী (৫১), বাড়ইপাড়া গ্রামের মকবুুল প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম (২৮)। গোপন সংবাদের ভিত্তিতে ৪ লিটার চোলাই মদ সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরীর সামনে থেকে বাহার ব্যাপারী, ১০০ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলামকে আনসার ক্যাম্প থেকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার এসআই সুব্রত কুমার জানান, রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।