Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রাম থেকে হাবিব চৌকিদার (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার কালিবাড়ী গ্রামের সেরজন আলী চৌকিদারের ছেলে হাবিব চৌকিদার সোমবার রাত নয়টার দিকে পাম্প মেশিনের যন্ত্রাংশ আনার জন্য মহিষকাটা বাজারে যায়। বাজার থেকে সে ওই রাতে বাড়ী ফিরেনি। সে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে।
মঙ্গলবার সকালে ওই গ্রামের মোকলেস মৃধার বাড়ীর সামনে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার জামার পকেট থেকে একপাতা জৈনউত্তেজক ট্যাবলেট ও কিছু নগদ টাকা পায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।
আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের প্রতিবেদন পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।