- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

, সরিষাবাড়ি জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। নৌকা প্রতিকে মনোনীত গিয়াস উদ্দিন পাঠান দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ১১ ফেবব্র“য়ারী মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বিকেল পৌনে পাঁচটায় সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের দপ্তরে তাঁর মনোনয়ন পত্র জমা দেন। বিকেল পাঁচটা পর্যন্ত চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দির মনোনয়ন পত্র জমা না পড়ায় তিনিই একক প্রার্থি। অপর দিকে নির্দিষ্ট সময়ের মধ্যে মহিলা চেয়ারম্যান পদে তিন জন ও পুরুষ প্রার্থি হিসেবে পাঁচ জন প্রার্থি তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জামালপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন পাঠান মনোনয়ন পত্র জমাদানের আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংপ্তি আলোচনা সভায় মিলিত হন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ ছানোয়ার হোসেন বাদশা। এ সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানো চেয়ারম্যান প্রার্থি আলহাজ ছানোয়ার হোসেন বাদশাহ, মণির উদ্দিন, আজমত আলী মাষ্টার, আবুল হোসেন ও এড. জহুরুল ইসলাম মানিক গিয়াস পাঠানের মঙ্গল কামনা ও সহযোগীতার আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন। পরে গিয়াস উদ্দিন পাঠান দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে দলীয়ভাবে নৌকার পে মনোনয়নপত্র জমা দেন।
অপর দিকে উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মণিরুজ্জামান রণি, সাবেক ছাত্রলীগ সভাপতি কে এম সোহেল রানা, আজাদ বিএসসি ও বিপ্লব হোসেন ভাইচ চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মহিলা চেয়াম্যান পদে উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার শিখা, মহিলালীগ নেত্রী সাহিদা নাজনীন ও শেলী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামীলীগ ব্যতিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে অন্য কোন দলের মনোয়ন পত্র জমা পড়েনি। ১২ ফেব্রুয়ারী জেলা রির্টার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। গিয়াস উদ্দিন পাঠান বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন, ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।