- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

সারাবিশ্ব সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি হওয়ার কথা। তাই কলকাতা হাইকোর্টে নিজেদের আবেদনের শুনানি এখন মুলতুবি রাখতে চাইছে রাজ্য সরকার। বিচারপতি শিবকান্ত প্রসাদের আদালতে বৃহস্পতিবার এ কথা জানান সরকারি কৌঁসুলি শাশ্বতগোপাল মুখোপাধ্যায়।
সিবিআইয়ের আইনজীবী চান্দ্রেয়ী আলম বিচারপতি প্রসাদের আদালতে জানান, সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে স্থগিতাদেশ সংক্রান্ত অন্য একটি মামলার যোগসূত্র নেই। বালিগঞ্জ থানার যে-মামলায় সিবিআইয়ের নোটিসের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, ১৩ ফেব্রুয়ারি তার শুনানি ধার্য করতে আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী। ওই দিনই শুনানি হবে বলে জানান বিচারপতি।