কুড়িগ্রামে আর্ন্তজাতিক ভাওয়াইয়া উৎসব উপলক্ষে সেমিনার

 

কুড়িগ্রাম প্রতিনিধি : 

দুই দিনব্যাপী আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব উপলক্ষে কুড়িগ্রামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যলয়ের স্বপ্নকুঁড়ি হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ভাওয়াইয়া গবেষক অনন্ত কুমার দেব। ‘আন্তর্জাতিক স্তরে তিস্তা পাড়ের গান ও তার চর্চা’ বিষয়ক মুল প্রবন্ধ পাঠ করেন সাংস্কৃতিক সংগঠক ইউসুফ আলমগীর।

আলোচনা করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, ভারত থেকে আসা ভাওয়াইয়া শিল্পী আয়েষা সরকার, অধ্যাপক ইয়াসমিন জাফরীী রেমা, উদীচী কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু, কছিম উদ্দিন পরিষদের সভাপতি মাহবুবুর রহমান মমিন, ড.এরশাদুল হক প্রমূখ।

ভাওয়াইয়া উৎসব উপলক্ষে বিকেলে কুড়িগ্রাম বিজয় স্তম্ভ চত্ত্বরে আলোচনাসভা শেষে ভাওয়াইয়া গান পরিবেশন করেন ভারত থেকে আসা প্রখ্যাত শিল্পী আয়েষা সরকার, বাংলাদেশের ভুপতী ভুষন বর্মাসহ দুই দেশের ভাওয়াইয়া শিল্পীরা।

ভাওয়াইয়া স¤্রাট আব্বাস উদ্দিন স্মরনে কুড়িগ্রামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসবের আয়োজন করে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী উলিপুর।

Comments are closed, but trackbacks and pingbacks are open.