বাংলাদেশ ও ভারত সম্পর্ক বন্ধুত্বপূর্ণ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারতের ত্যাগ ও সহযোগিতার কথা দেশের মানুষ কোনোদিন ভুলবে না।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে কক্সবাজারের ইনানীতে একটি তারকা হোটেলে এক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারতের ফ্রেন্ডশিপ সংলাপ দুই দেশের মধ্যে সার্বিক সহযোগিতা বৃদ্ধি করবে। অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে।

তিনি এই সংলাপের সাফল্য চেয়ে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে এই সংলাপ উপায় খুঁজে পাবে। দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যাগুলোর উল্লেখযোগ্য সমাধান হয়েছে। অমীমাংসিত সমস্যাগুলো আলাপ-আলোচনার মাধ্যমে শিগগির সমাধান হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বক্তব্য দেন বিজেপির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল রাম মাধব বারানাশী, আসাম রাজ্যের অর্থমন্ত্রী হীমান্ত ভীষ্ফম শর্মা ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।

Comments are closed, but trackbacks and pingbacks are open.