শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালিত

 

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ঃ

“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ২২ শে অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের সামনে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, মূলত ৩টি কারনে সড়ক দূর্ঘটনা বেশি ঘটে। এসবের মধ্যে রয়েছে ওভার স্পিড, ওভারটেকিং ও ওভারলোড।

এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণেও দূর্ঘটনা ঘটে। এ পাঁচটি বিষয় রোধ করা গেলে দূর্ঘটনা কমে যাবে। পাশাপাশি দূর্ঘটনা রোধে মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন হলেও দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এ ক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমির হামজা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সীমাবাড়ি ইউ.পি চেয়ারম্যান গৌর রায় চৌধুরী, মির্জাপুর মোহাম্মদ আলী মুন্টু প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.