ড্রেজার মেশিন গুডিয়ে দিলেন ইউএনও শিহাব উদ্দিন

মতিউর রহমান সরিষাবাড়ি জামালপুরঃ

অবশেষে জামালপুরের সরিষাবাড়িতে নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার মেশিন গুডিয়ে দিলেন ইউএনও শিহাব উদ্দিন আহম্মেদ।সোমবার উপজেলার ভাটারা ইউনিয়নের ঝিনাই শাখা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন গুডিয়ে দেন তিনি।

 

সূত্রে প্রকাশ, উপজেলার ঝিনাই ও যমুনা শাখা নদীতে দীর্ঘদিন যাবৎ অদৃশ্য শক্তিবলে সরকার দলীয় নেতা কর্মীরা ড্রেজার মেশিন বসিয়ে দ্বেদারছে বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। সম্প্রতি এ নিয়ে দৈনিক সকালের সময় দৈনিক আজকের বাংলাদেশ ও দৈনিক অদম্য বাংলাসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিতের পর নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। অবশেষে সোমবার ইউএনও শিহাব উদ্দিন আহম্মেদ সরজমিনে ভাটারা ইউনিয়নের ঝিনাই শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার মেশিন গুড়িয়ে দেন। ইউএও’র উপস্থিতি টের পেয়ে গুড়িয়ে দেয়া ড্রেজার মালিক দ্রুত পালিয়ে যান। ওই নদীতে আরও অন্যান্য ড্রেজার মেশিনগুলো ইউএনও শিহাব উদ্দিন ঘটনাস্থলে উপস্থিতির আগেই মেশিন নিয়ে দ্রুত পালিয়ে যান ড্রেজার মালিকগণ। এ অভিযান অব্যাহত থাকলে বন্যায় ঝুকি কমবে সরকারী ও বেসরকারী সম্পদের উপকৃত হবে গ্রামাঞ্চলের অগণিত মানুষ তেমনটিই প্রত্যাশা সচেতন মহলের।

 

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.