ধনবাড়ীতে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

টাঙ্গাইলে ধনবাড়ীতে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার ধনবাড়ী উপজেলার রামজীবনপুর গ্রামের সেজনু মিয়া, মুনছুর আলী, মিজানুর রহমান ও একই উপজেলার গঙ্গাবর গ্রামের জামাল ফকির। তাদের মধ্যে সেজনু মিয়া পলাতক রয়েছে।

আদালতের অতিরিক্ত কৌশলী (পিপি) অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আসামিরা বিগত ২০০৪ সালের ৩০ ডিসেম্বর ধনবাড়ী উপজেলার রামজীবনপুর গ্রামের আব্দুর রহিমকে লাঠি এবং ইটামুগুর দিয়ে পিটিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় পরদিন ৩১ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সুলতান ১৬ জনকে আসামি করে ধনবাড়ি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৫ সালের ২৫ জুলাই আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলা চলাকালিন একজন আসামি মৃত্যুবরণ করেন। বাকি
১১ জনকে বেকসুর খালাস দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী ছিলেন যাইদ হাসান বাবু, দবির উদ্দিন ভূঁইয়া ও নাদিম উদ্দিন নিউটন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.