চিটফান্ড কেলেঙ্কারিতে কাউকে ছাড়া হবে না বলে ময়নাগুড়ির সভা থেকে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী

0

আন্তর্জাতিক

চিটফান্ড কেলেঙ্কারিতে কাউকে ছাড়া হবে না বলে ময়নাগুড়ির সভা থেকে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। ওই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন, তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

শুক্রবার বিকেলে জলপাইগুড়ির ময়নাগুড়ির সভায় পৌঁছন নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের সঙ্গে তাঁর ‘চায়ের সম্পর্ক’। কারণ, তিনি চাওয়ালা। আর উত্তরবঙ্গ চায়ের জোগানদার। এ ভাবেই ময়নাগুড়ির জনসভায় বক্তব্য শুরু করলেন নরেন্দ্র মোদী। তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে বললেন, ‘‘এক জন চাওয়ালাকে এত ভয় কিসের?’’

এ দিনের সভা থেকে তৃণমূল এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন মোদী। তাঁর কথায়, ‘‘যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি নিয়ে গর্ববোধ হত, আজ সেখানে হিংসা ঢুকেছে। বাংলার সংস্কৃতি নষ্ট করে দিয়েছে তৃণমূল। তৃণমূল সরকার এই মাটির বদনাম করে দিয়েছে।’’

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে বিকেল ৩টে ১০ নাগাদ নামেন নরেন্দ্র মোদী। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছন ময়নাগুড়ি।

Leave A Reply