কুষ্টিয়ায় ভেজাল জুস কারখানায়অভিযান ৩ জনের দণ্ড

0
সোহেল রানা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় সায়েম ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রির ভেজাল ফ্রুটি ম্যাংগো জুস, যৌন উত্তেজক সিরাপ ও লিচি  তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার  সকালে এ অভিযান পরিচালিত হয়।
এসময় একটি পণ্যের বিএসটিআই’র অনুমোদন নিয়ে কয়েক ধরনের ভেজাল জুস, চকলেট, লিচু তৈরির অভিযোগে কারখানায় কর্মরত তিনজনকে কারাদন্ড প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছাব্বিরুল ইসলাম।
তিনি জানান, হরিশংকরপুর এলাকায় এ প্রতিষ্ঠানটি একটি পণ্যের লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল জুস এবং শিশুদের লিচু, ও যৌন উত্তজক ফ্রুট সিরাপ ইত্যাদি তৈরি করে বাজারজাত করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিককে না পাওয়ায় সেখানে কর্মরত রাজিব হোসেন, রুবেল ও কলিম উদ্দিন নামের ৩ জনকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক প্রত্যেককে ৩ মাস মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় বিপুল পরিমাণ ভেজাল পণ্য ধ্বংশ করা হয়।
এসময় র্যাবের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave A Reply