‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ্য জীবন’ এ প্রতিপাদ্যে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে কুড়িগ্রামে বর্ণঢ্য র‌্যালী

0

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি : ঃ

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ্য জীবন’ এ প্রতিপাদ্যে চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৯ উপলক্ষে কুড়িগ্রামে বিশিষ্টজনদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণঢ্য র‌্যালী ।

শুক্রবার সকালে জেলা শহরের জিরো পয়েন্ট শহীদ মিনার এলাকা থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো শহীদ মিনার এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে অংশ নেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ কুড়িগ্রাম জেলা ইউনিটের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, দৈনিক কুড়িগ্রাম খরব সম্পাদক বাবু ছানালাল বকসী, জীবিকার পরিচালক মানিক চৌধূরী, কুড়িগ্রাম রেডক্রিসেন্ট এর সংগঠক অলক সরকার, আওয়ামীলীগ নেতা রবি বোস, সংস্কৃতিক সংগঠক মিজানুর রহমান মিজান, দুলাল বোস, ইমতে আহসান শিলু, কবি মিজান খন্দকার, জুলকারনাইন স্বপন, কবি বাদশা সৈকত, সুব্রতা রায়, জুলিয়াজুলকার নাইন, সরোয়ার হোসেন সঞ্জু, পার্থ প্রতিম চক্রবর্তী বাবন, সাংবাদিক ফজলে ইলাহী স্বপন, ওয়াহেদ্দুজামান তুহিন, জাহিদুল ইসলাম, ফিরোজ আলম মনু, সমন্বয় পরিবারের সংগঠক হাফিজুর রহমান হাফিজ সহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত বক্তরা চ্যানেল আই এর প্রকৃতি ও জীবন অনুষ্ঠানটি সকলকে প্রকৃতি প্রেমি করতে ভূমিকা রাখছে। সকল কে অনুষ্ঠানটি নিয়মিত দেখার পাশাপাশি ৯ ফেব্রুয়ারী চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রকৃতি মেলাটি সরাসরী দেখার আহবান জানান।

Leave A Reply